ধরা যাক আপনি পড়াশোনা একদমই করেননি। মাস খানেক পর আইবিএর পরীক্ষা। তবে চান্স পেতে আপনি চানই। এবং সেজন্য আপনি বাকী একটা মাস খাটতেও রাজি আছেন।
এই পোস্টটা তবে আপনার জন্য। খুব অল্প কথায় বলার চেষ্টা করবো অল্প সময়ে চান্স পেতে কি কি করা উচিৎ বলে আমি মনে করি।
বিগত পাঁচ-ছয়টি পরীক্ষার প্রশ্ন খুব ভালো ভাবে বিশ্লেষণ করুন।
এই কাজটাতে ফাঁকি দেওয়া চলবে না। খুব ভালোভাবে দেখে নিন কি কি প্রশ্ন আসে, কোনটাতে কত মার্কস থাকে। নিজে নিজে সল্ভ করার চেষ্টা করুন।
পরীক্ষার খাতায় সেগুলো মোকাবেলা করার জন্য মনে মনে তৈরিও হয়ে যান। টেস্টপেপারে উত্তর দেওয়া থাকে, সেগুলোর সাথে নিজের উত্তর যাচাই করতে ভুলবেন না।
দুর্বলতা গুলো চিহ্নিত করুন।
প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন সিলেবাসের কোন কোন জায়গায় আপনার দুর্বলতা আছে। কেউ হয়তো গণিত ভালো পারেন, কেউ ভালো পারেন ইংরেজি, কেউ ভালো পারেন পাজল। যেটা ভালো পারেন সেটা আপাতত বাদ থাক। যেটা একটু কম পারেন সেটা নিয়ে ভাবুন।
দুর্বলতাগুলো দূর করতে প্রস্তুতি নিন।
যদি ইংরেজি গ্রামার কম পারেন, ক্লিফস টোএফেল থেকে গ্রামার শিখুন। যদি গণিত কম পারেন আইবিএর বিবিএ/এমবিএর আগের বছরের প্রশ্ন থেকে প্রাকটিস শুরু করুন ঘড়ি ধরে।
এনলিটিকালে দুর্বলতা থাকলে 200 Puzzle PDF থেকে বুঝে বুঝে পাজল সলভ করুন। ভোকাবুলারীর অবস্থা খারাপ হলে কম সময়ে দূর করা একটু কষ্টকর।
তবে আইবিএর পরীক্ষার জন্য আকাশচুম্বী ভোকাবুলারীর দরকার নেই। আগের বছরে যে ভোকাব এসেছে সেগুলো দেখে নিতে পারেন। ডেটা সাফিসিয়েন্সি ও কিছু ম্যাথের জন্য দেখবেন জিম্যাট রিভিউ।
মডেল টেস্ট দিন।
Capstone Education মক টেস্ট নিয়ে থাকে পরীক্ষার আগে। সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন । প্রতিটি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবার পর দেখতে পারবেন যে কোন কোন বিষয়ে কম পেয়েছেন।
সেই বিষয়গুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিন এবং পরের পরীক্ষায় ভালো করার চেষ্টা করুন। কম মার্কস পেলে ঘাবড়ে যাবেন না। প্রথম প্রথম কম মার্কস পাওয়াটা স্বাভাবিক।
আসল পরীক্ষার সময় কোন পার্টটা আগে উত্তর করবেন ও কোন পার্টটা পরে উত্তর করবেন এটা মডেল টেষ্টের অভিজ্ঞতা থেকে নির্ণয় করুন।
কোন বিষয়ে কত সময় বরাদ্দ করবেন এটাও মডেল টেস্ট থেকে আপনাকে বুঝে নিতে হবে। এই দুটো কারণেই আসলে মডেল টেস্টটা দরকারি।
আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করুন।
পরীক্ষার আগের দিন নির্ভার থাকুন। খুব বেশি পড়াশুনার দরকার নেই। গান শুনুন, ঘুমান। পরদিন ফুরফুরে মেজাজে পরীক্ষা দিতে যান। এটা ভেবে রাখবেন যে, যে ধরণের প্রশ্নই আসুক, সাধ্যের সবটুকু দিয়ে আপনি চেষ্টা করে আসবেন।
পরীক্ষার মাঝখানে হাল ছেড়ে দিবেন না। মাথায় রাখবেন যে আপনার কাছে যদি প্রশ্ন খুব কঠিন লাগে, তবে হয়তো বাকী সবার কাছেও কঠিন লাগছে।
সব বিষয়ে যেন ৬০% মার্কস রাখতে পারেন এভাবে উত্তর করুন। কোনো বিষয়ে ৯০% মার্কস পেলেন, আবার কোনোটাতে হয়তো ২০%, তাহলে কিন্তু ফেল। আত্মবিশ্বাস ও দ্রুততার সাথে সব বিষয়ে ঠাণ্ডা মাথায় উত্তর করে আসুন।
সাধারণত, আইবিএর ভর্তি পরীক্ষা একটু জটিল ও টাইম কনজ্যিউমিং হয়। ফলে যারা একদমই প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে যান, তারা সব বিষয়ে যথেষ্ট উত্তর করে আসতে পারেন না।
তবে যদি আগেভাগে এ ব্যাপারে সতর্ক হয়ে, কিছু প্রস্তুতি নিয়ে, সুকৌশলে পরীক্ষা দেওয়া যায়, তবে চান্স পাওয়াটা খুব অসম্ভব কিছু হয়তো হবে না।
শুভ কামনা!
———————–
আইবিএ এমবিএর ডিসেম্বর’২০১৯ এক্সামকে সামনে রেখে আবারো শুরু হতে যাচ্ছে স্পেশাল ক্রাশ ব্যাচ ! এই ক্রাশ ব্যাচগুলো মুলত সেসব শিক্ষার্থীদের জন্য যারা সময় অপ্রতুলতার কারনে রেগুলার ব্যাচগুলোতে একটু সময় নিয়ে প্রিপারেশন নিতে পারেন না । তাই তারা স্বল্পতম সময়ে ১টা ভালো গাইডলাইন পেতে চান !
এই কোর্সটিতে ২৪টির মত ক্লাস থাকবে, ১০টি ফুল লেংথ মডেল টেস্ট(রাইটিংসহ) থাকবে । আর ফি হবে ৭,৫০০ টাকা ।
আমাদের ক্রাশ ব্যাচগুলোর স্পেশাল ফিচার হচ্ছে এই ব্যাচগুলো থেকে প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আইবিএতে কোয়ালিফাই করে আসছে ইনশা-আল্লাহ !
শুধুমাত্র ডিসেম্বর ২০১৮ এক্সামেই Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করা শীক্ষার্থীর সংখ্যা ৪৪ জন !
আগ্রহীদের নিচের লিংক থেকে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
এছাড়াও অন্যান্য যেসব কোর্সে এখন ভর্তি চলছে…………
#নেক্সট Executive MBA Of IBA কে সামনে রেখে ১৩ ও ১৪ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী শর্ট কোর্স ।
#প্রফেশনাল ইংলিশ স্পোকেন কোর্স ।
#ইভিনিং এমবিএ ( ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রিমিয়াম কোর্স ।
ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
#পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
#মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
#মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
#চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
Recent Comments